যেভাবে গুজব ঠেকাবে ‘গুজব শনাক্তকরণ সেল’

Share

প্রযুক্তি ডেস্কঃ

সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়ানো গুজব শনাক্ত করতে গঠিত সেল কীভাবে কাজ করবে, তা ঠিক করা হয়েছে। আজ মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ে ‘গুজব শনাক্তকরণ সেল’-এর কার্যক্রম নির্ধারণ ও সহযোগিতা বিষয়ে অনুষ্ঠিত এক সভায় সেলের কাজের ধরন ঠিক করা হয়।

বৈঠক সূত্র জানায়, এই সেলকে গোয়েন্দা সংস্থা, পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট, প্রধানমন্ত্রীর দপ্তরের একসেস টু ইনফরমেশনসহ (এটুআই) সংশ্লিষ্ট সংস্থাগুলো অনলাইনে ছড়ানো বিতর্কিত তথ্য জানাবে। তারপর এই সেল স্থানীয় পর্যায়ে ওসিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা সরেজমিনে পরিদর্শন করে তথ্য গুজব কি না, তা শনাক্ত করবে। যদি গুজব হয়, তাহলে মূলধারার গণমাধ্যমকে তা দ্রুত জানিয়ে দেওয়া হবে। এর পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থাকে (বিটিআরসি) জানিয়ে দেওয়া হবে।

আজকের সভার সভাপতি তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম সাংবাদিকদের বলেন, তাঁরা শুধু গুজব শনাক্ত করে তা জনগণকে জানাতে চান। তিনি বলেন, সংশ্লিষ্ট সবাই ঐক্যবদ্ধভাবে এই কাজ করবেন। গুরুত্ব বিবেচনায় দৈনিক বা সপ্তাহে এই গুজব শনাক্ত করে জানানো হবে।

সম্প্রতি তথ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে নয় সদস্যের এই সেল গঠন করা হয়।তারানা হালিম বলেন, কাজটি সার্বিক তত্ত্বাবধানের জন্য আরেকটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। আজকের সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি ছাড়াও পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিটিআরসিসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

সর্বোচ্চ নিরাপত্তা সনদ পেল হুয়াওয়ের ডেটা স্টোরেজ সিস্টেম

কমন ক্রাইটেরিয়া (সিসি) ইভ্যালুয়েশন অ্যাসুরেন্স লেভেল (ইএএল) ৪+ নিরাপত্তা সনদ অর্জন করেছে...

বাংলাদেশের আইসিটি খাতের উন্নয়নে হুয়াওয়ের তিন নতুন উদ্যোগ

বাংলাদেশের আইসিটি খাতের উন্নয়নের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, ডিজিটাল অর্থনীতি খাতসংশ্লিষ্ট অংশীজন এবং...

স্টিকার কমেন্ট কি এফবি আইডি বাঁচাতে পারে?

প্রযুক্তি ডেস্কঃ ‘আমার ফেসবুক আইডি রিপোর্ট হচ্ছে, কমেন্টে রেসপন্স করুন প্লিজ’ বা...

নম্বর ঠিক রেখে যেভাবে অপারেটর বদল করবেন

প্রযুক্তি ডেস্কঃ যারা ইচ্ছা থাকার পরও নম্বর পরিবর্তনের ঝক্কি এড়াতে অপারেটর বদলাতে...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।