যে ডাক্তাররা গ্রামে যেতে চান না, তাদের সরকারি চাকরি করার দরকার কী? তাদের বিপরীতে নতুন চিকিৎসক নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে, নিজ কার্যালয়ে আয়োজিত দেশের বিভিন্ন হাসপাতাল ও সরকারি প্রতিষ্ঠানে অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে এ হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী।
মুমূর্ষু রোগীদের দ্রুত হাসপাতালে নেয়ার সুবিধার্থে সারাদেশের ৪৩৩ টি হাসপাতাল ও প্রতিষ্ঠানে অ্যাম্বুলেন্স দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় বৃহষ্পতিবার সাতটি অ্যাম্বুলেন্স দেয়া হয় পাঁচটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, একটি সদর হাসপাতাল ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটকে। আনুষ্ঠানিকভাবে এসব অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অ্যাম্বুলেন্সগুলো রোগীদের ব্যবহারের পাশাপাশি তা রক্ষণাবেক্ষণে আপদকালীন বাজেট রাখার তাগিদ দেন প্রধানমন্ত্রী। বলেন, জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের পর দেশের প্রতিটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় করার কথাও জানান প্রধানমন্ত্রী।
মফস্বল হাসপাতালে যে ডাক্তাররা থাকতে চান না, তাদের সতর্ক করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে, পটুয়াখালী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খলিলুর রহমান মোহনকে শপথ পাঠ করার প্রধানমন্ত্রী শেখ হাসিনা।