রশিদকে নিয়ে মাতামাতিতে বিরক্ত সাকিব

স্পোর্টস ডেস্কঃ 

সংবাদমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম- এখন সব জায়গাতে একই আলোচনা। বাংলাদেশের ব্যাটসম্যানরা রশিদ খানকে সামলাতে পারবে কি? এমন আলোচনার যথেষ্ট কারণও আছে। টি-টোয়েন্টিতে র‌্যাংকিংয়ের শীর্ষ বোলার এখন রশিদ খান। শচীন টেন্ডুলকার, শেন ওয়ার্ন সবাই রশিদ বন্দনায় মত্ত। এমনকি ভারতীয়রা তাকে নাগরিকত্ব দেওয়ার ব্যাপারেও উৎসাহী!

সাকিব অবশ্য রশিদকে নিয়ে খুব বেশি মাতামাতিতে বিরক্ত। সোমবার দুপুরে বিমানবন্দরে সেই বিরক্তি চাপা থাকেনি। তার কাছে প্রশ্ন ছিল রশিদ খানকে নিয়ে বেশি আলোচনা হচ্ছে। এতো আলোচনা নেতিবাচক পরিস্থিতি তৈরি করতে পারে কিনা? সাকিবের সরাসরি উত্তর, ‘কারা আলোচনা করে? প্রশ্ন আপনারা করলে প্লেয়াররা উত্তর দিচ্ছে নাকি প্লেয়াররা আলোচনা করছে? আন্তর্জাতিক ক্রিকেট যারা খেলে সবাই ভালো বোলার। ব্যাটসম্যানরা কঠিন বল ভালোভাবে হ্যান্ডেল করতে পারলে সফলতা আসবে।’

এখানেই শেষ নয়, রশিদ খানকে নিয়ে আরও একটি প্রশ্নে আলোচনা থামিয়ে দিতে চাইলেন সাকিব। রশিদ খানকে নিয়ে আলাদা কোন পরিকল্পনার প্রয়োজন আছে কিনা? এমন প্রশ্নের জবাবে সাকিব বলেই ফেললেন, ‘প্রশ্ন আপনারা করলে আলোচনা হবেই। আমি উত্তর দিচ্ছি না, আশা করি আর আলোচনা হবে না।’
যদিও ফেভারিট কে এমন প্রশ্নে আফগানিস্তানকে এগিয় রাখলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। যুক্তি হিসেবে র‌্যাংকিংয়ে ওদের এগিয়ে থাকাকেই সামনে আনলেন, ‘আসলে টি টোয়েন্টিতে ফেভারিট বলে কিছু নেই। যে কোনও দলই যে কাউকে হারাতে পারে। আফগানিস্তান আমাদের চাইতে দুই ধাপ এগিয়ে। সেই হিসেবে অবশ্যই তারা ফেভারিট।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *