স্পোর্টস ডেস্কঃ
২০১৮ রাশিয়া বিশ্বকাপের বলের নাম ‘টেলস্টার ১৮’। ফুটবল বিশ্বকাপে আলাদা আলাদা দল নিয়ে যেমন দর্শকদের আগ্রহের জায়গা আছে, ঠিক তেমনি মাঠ, বল নিয়েও তাদের জানার জায়গাটা অনেক বেশি তৈরি হয়। এবারও এর ব্যতিক্রম হচ্ছেনা, রাশিয়া বিশ্বকাপের ‘টেলস্টার ১৮’ বল নিয়ে দর্শকের মাঝে কৌতূহল এই বল কারা তৈরি করছে বা কোথা থেকে এই বল আসছে।
২০১৪ ব্রাজিল বিশ্বকাপের ন্যায় এবারও বিশ্বকাপের বল তৈরির দায়িত্ব পেয়েছে পাকিস্তানের শিয়ালকোটের একটি কোম্পানি। ২০১৪ বিশ্বকাপের সকল বলও এসেছিল এই কোম্পানি থেকে। শিয়ালকোটের আলাদা একটি ইতিহাস আছে বিশ্বে ফুটবল রপ্তানির জন্য। বছরে রেকর্ড প্রায় ৪০-৬০ মিলিয়ন ফুটবল তৈরি হয় শিয়ালকোটের বিভিন্ন ফুটবল কারখানায়। মূলত চামড়া শিল্পের আধিক্যর জন্যই ফুটবল তৈরিতেও বিখ্যাত পাকিস্তানের পাঞ্জাবের এই শহরটি।
উল্লেখ্য, ‘টেলস্টার ১৮’ নামের বিশ্বকাপের অফিসিয়াল বলটির ডিজাইন করেছে বিশ্ববিখ্যাত ফুটবল ব্র্যান্ড অ্যাডিডাস। ১৯৭০ থেকেই এই কাজটি করে আসছে তারা। গেল বছর আর্জেন্টাইন ও ফুটবল ক্লাব বার্সেলোনার সুপারস্টার লিওনেল মেসিকে দিয়ে ‘টেলস্টার ১৮’ উদ্বোধন করা হয়।