শিক্ষার মান উন্নত হচ্ছে টংগুয়া হাসানাবাদ দ্বিমুখী ফাজিল মাদ্রাসার

আশিক মুন্না | বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে অন্যান্য সরকারী বেসরকারী স্কুল, কলেজের মতো ধর্মীয় প্রতিষ্ঠানগুলোও ব্যাপক ভুমিকা রাখছে। সারাদেশের ন্যায় দিনাজপুর জেলার খানসামায় এরকম অনেক ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।যা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মতোই শিক্ষা ক্ষেত্রে অবদান রাখছে।

অার সেসকল প্রতিষ্টানগুলোর মধ্যে ২নং ভেড়ভেড়ীর টংগুয়া হাসনাবাদ দ্বি-মুখী ফাজিল মাদরাসা।এই মাদরাসাটি খানসামার অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর চেয়ে অধিক উন্নত বলে মনে করেন স্থানীয়রা। এটি ১৯৪১ সালে নির্মান করা হয়েছিলো। এটি নির্মান করেছিলো বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ও খানসামার কৃতি সন্তান জনাব অাবুল হাসান মাহমুদ অালী’র পিতা মোঃহাসান অালী।

তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের(১৯৫০-১৯৫৪) সালের যুক্তফ্রন্ট সরকারের মাননীয় যোগাযোগ মন্ত্রী। টংগুয়া হাসনাবাদ দ্বি-মুখী ফাজিল মাদরাসার অধ্যক্ষ প্রাতিষ্ঠানিক কাজে বাইরে থাকার কারনে উপাধ্যক্ষ এর কাছে তাদের প্রতিষ্ঠানেরর শিক্ষার মান সম্পর্কে জানতে চাইলে তিনি জানান যে, তাদের স্কুলের শিক্ষার মান অন্যান্য প্রতিষ্ঠানগুলোর তুলনায় অনেক ভালো।

তিনি অারো জানান যে,তাদের প্রতিষ্ঠানে পরুয়া শিক্ষার্থী (সৈয়দা শাকিলা) ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাঞ্জ পাওয়ার মতো সুনাম অর্জন করেছে বলে দাবী করেন। তারা অারো অাশা করেন যে,ভবিষ্যতে শাকিলার মতো অারো অনেক শিক্ষার্থী বিভিন্ন ভালো বিশ্ববিদ্যালয়ে তাদের মাদরাসার নাম ফুটিয়ে তুলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *