আশিক মুন্না: দেশের অন্যান্য পেশাদার মানুষদের মতো অার ঘরে বসে নেই খানসামা উপজেলার অতিদরিদ্র মানুষেরা।যারা অাজ দেশের নানা উন্নয়নমুলক কাজে নিজেদের নিয়োগ দিয়েছে।
তারই ধারাবাহিকতায় গত ০৩ ডিসেম্বর থেকে খানসামা উপজেলার ৬ ইউনিয়নেই শুরু হয়েছে অতিদরিদ্রদের জন্য ৪০ দিনেরর কর্মসূচী। অার এই কর্মসূচির উদ্বোধন করেন খানসামা উপজেলার নির্বাহী অফিসার জনাব মোঃ সোলেমান আলী (ভারপ্রাপ্ত)। পরে এই কর্মসূচি সম্পুর্নভাবে হস্তান্তর করা হয় ইউনিয়ন চেয়ারম্যানদের কাছে।এই ৪০ দিনের কর্মসূচিতে ৬ ইউনিয়নে মোট ২১১৯ জন অতিদরিদ্রদের কাজে নিয়োগ দেওয়া হয়েছে।
১ নং অালোকঝারীতে-৪০৭ জন,২নং ভেড়ভেড়ীতে-৩৪৫ জন,৩নং অাঙ্গারপারায়-৩৩৯ জন,৪নং খামারপারায়-৩৪৩ জন,৫নং ভাবকীতে-৩৪০ জন ও ৬ নং গোয়ালদিহিতে- ৩৪৫ জন অতিদরিদ্র মানুষ বর্তমানে কর্মরত অাছে।
অার এসব মানুষেরা সঠিকভাবে কাজ করছে কিনা তা যাচাই করার জন্য ইউনিয়ন চেয়ারম্যানসহ প্রত্যেক ইউনিয়নের তদারককারী কর্মকর্তাগন নিয়োজিত অাছেন।
তাদের সাথে কথা বললে তারা জানান যে তাদের দরিদ্র পরিবার এই কাজের মধ্য দিয়েই অাস্তে অাস্তে সচল হচ্ছে।অার এ কাজ করে তারা তাদের ন্যায্য মজুরী পায় বলে উল্লেখ করেন।