সখের মালটা চাষে লাভের আশা দেখছেন বীরগঞ্জের মিনার

Share

কৃষি প্রতিবেদক | মাসুদ হোসেন | কোন এক বৃক্ষ মেলা থেকে সখের বসে দুইটি মালটা গাছের চারা কিনেছিলেন হাবিবুর রহমান মিনার। বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ীর প্রসাদ পাড়ায় নিজের বাড়িতে সেই গাছ দুটি রোপোন করেন তিনি। গাছ লাগানোর তিন মাস পর থেকে ফল দেওয়া শুরু হয়।সম্ভবত ব্যক্তিগত ভাবে উত্তর বাংলার কোন প্রত্যন্ত অঞ্চলে এটিই প্রথম মালটার চাষ।

স্বাদ ও রঙ্গে বাজারের প্রচলিত মালটার চেয়ে এই দুই গাছ থেকে পাওয়া মালটার মান অনেক উন্নত বলেন জানান এই সখের মালটা চাষি। কি পরিমান ফল হচ্ছে জানতে চাইলে মিনার বলেন,যে পরিমান ফল এই দুই মালটার গাছ থেকে গত দুই বছরে তিনি পেয়েছেন সেটার অর্থ মূল্য তার জানা নেই। তবে, এই দুই গাছের ফল প্রত্যেক সিজনে পাড়া-পড়শি ও স্বজনদের দিয়েও বেঁচে যায় বলে জানান তিনি। সে তুলনায় এই মাটিতে মালটার চাষ অনেক ফলপ্রসূ ও লাভজনক হবে মনে করেন মিঞার।\

সখের মালটা চাষি থেকে পেশাদার মালটা চাষি হবার ইচ্ছে আছে কি না? জানতে চাইলে তিনি বলেন, আমি ব্যাক্তিগত ভাবে মালটা চাষ করার কথা কখনো ভাবি নাই। তবে, সখের বসে লাগানো এই চারা দুটি আর এগুলোর ফলন আমাকে মালটা চাষে বেশ আগ্রহী করে তুলেছে। আমি আরোও একটু জানা শোনা করে খুব ভালো ভাবেই মালটার চাষ করবো বলে মনস্থির করেছি।

ছবিঃ খালিদ সাঈদ সৈকত

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

দিনাজপুরে বীরগঞ্জে পেঁয়াজের বীজ উৎপাদনে কৃষকদের ভাগ্য বদল

নিজস্ব প্রতিবেদক চাষ করে লাভের অংকটা বেশি হওয়ায় পেঁয়াজের বীজের আরেক নাম...

দিনাজপুরে লিচুর গাছে মুকুল আসা শুরু হয়েছে

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরে গত বছরের চেয়ে এবার লিচু গাছে মুকুল বেশি দেখা...

হাবিপ্রবি উদ্ভাবিত ট্রাইকোডার্মার বায়োফানজাইসাইড ব্যবহারে টমেটোর দ্বিগুণ ফলন

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি...

দিনাজপুরে খানসামায় স্ট্রবেরি চাষে সাফল্য, অল্প পুঁজিতে অধিক লাভের আশা

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশে এখন পরিচিত হয়ে উঠেছে বিদেশি ফল স্ট্রবেরি। অল্প পুঁজি...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।