সখের মালটা চাষে লাভের আশা দেখছেন বীরগঞ্জের মিনার

কৃষি প্রতিবেদক | মাসুদ হোসেন | কোন এক বৃক্ষ মেলা থেকে সখের বসে দুইটি মালটা গাছের চারা কিনেছিলেন হাবিবুর রহমান মিনার। বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ীর প্রসাদ পাড়ায় নিজের বাড়িতে সেই গাছ দুটি রোপোন করেন তিনি। গাছ লাগানোর তিন মাস পর থেকে ফল দেওয়া শুরু হয়।সম্ভবত ব্যক্তিগত ভাবে উত্তর বাংলার কোন প্রত্যন্ত অঞ্চলে এটিই প্রথম মালটার চাষ।

স্বাদ ও রঙ্গে বাজারের প্রচলিত মালটার চেয়ে এই দুই গাছ থেকে পাওয়া মালটার মান অনেক উন্নত বলেন জানান এই সখের মালটা চাষি। কি পরিমান ফল হচ্ছে জানতে চাইলে মিনার বলেন,যে পরিমান ফল এই দুই মালটার গাছ থেকে গত দুই বছরে তিনি পেয়েছেন সেটার অর্থ মূল্য তার জানা নেই। তবে, এই দুই গাছের ফল প্রত্যেক সিজনে পাড়া-পড়শি ও স্বজনদের দিয়েও বেঁচে যায় বলে জানান তিনি। সে তুলনায় এই মাটিতে মালটার চাষ অনেক ফলপ্রসূ ও লাভজনক হবে মনে করেন মিঞার।\

সখের মালটা চাষি থেকে পেশাদার মালটা চাষি হবার ইচ্ছে আছে কি না? জানতে চাইলে তিনি বলেন, আমি ব্যাক্তিগত ভাবে মালটা চাষ করার কথা কখনো ভাবি নাই। তবে, সখের বসে লাগানো এই চারা দুটি আর এগুলোর ফলন আমাকে মালটা চাষে বেশ আগ্রহী করে তুলেছে। আমি আরোও একটু জানা শোনা করে খুব ভালো ভাবেই মালটার চাষ করবো বলে মনস্থির করেছি।

ছবিঃ খালিদ সাঈদ সৈকত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *