সহিংসতার আশঙ্কা নিয়েই পাকিস্তানে ১১ তম সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে তিনটি প্রধান দল- ইমরান খানের পিটিআই, নওয়াজ শরীফের পিএমএল-এন ও বিলাওয়াল ভুট্টোর পিপিপি পার্টির মধ্যে।
স্থানীয় সময় বুধবার সকাল আটটায় ৮৫ হাজারের বেশি ভোটকেন্দ্রে একযোগে শুরু হয় ভোটগ্রহণ। চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। ভোট উপলক্ষে দিনটিকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সহিংসতা আশঙ্কায় দেশজুড়ে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। মোতায়েন রয়েছে তিন লাখ ৭১ হাজার সেনাসহ অন্তত আট লাখ নিরাপত্তা কর্মী।
ভোট দিচ্ছেন সাড়ে ১০ কোটি ভোটার। ভোট নিয়ে দেশটির সাধারণ জনতার মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। কেন্দ্রগুলোতে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। ধারণা করা হচ্চৈ দলটিকে মদদ দিচ্ছে সেনাবাহিনীও। এছাড়া প্রথমবারের মতো এবার নির্বাচনে লড়ছে বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টো।