সিরিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছে ৩৯ আরোহীর সবাই। বিমানটি সিরিয়ার উপকূলীয় শহর লাতাকিয়ার হেমিম বিমান ঘাঁটিতে বিধ্বস্ত হয়। মঙ্গলবার মস্কো থেকে ৩৩ যাত্রী ও ছয় ক্রু নিয়ে আকাশে ওড়ে অ্যান্টোনোভ টুয়েন্টি সিক্স বিমানটি। লাতাকিয়ার বিমানবন্দরে অবতরণের আগেই, অন্তত পাঁচশো’ মিটার উচুতে বিধ্বস্ত হয় বিমানটি। তবে এতে আগুন ধরে যায়নি।
যান্ত্রিক ক্রটির কারণে এটি বিধ্বস্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিমানটি গুলি করে ভূপাতিত করার সম্ভাবনাও নাকচ করে দিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিযেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সপ্তাহখানেক আগেই সিরিয়ার বিদ্রোহীদের মর্টার শেলের আঘাতে বিধ্বস্ত হয় এক রুশ যুদ্ধ বিমান। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে ২০১৫ সাল থেকে বিদ্রোহীদের দমনে অভিযানে চালিয়ে আসছে রুশ সেনাবাহিনী।