সিরিয়ার অবরুদ্ধ ঘৌতার পূর্বাঞ্চলে অবরুদ্ধ প্রায় চার লাখ মানুষের জন্য অবিলম্বে খাদ্য ও চিকিৎসা সহায়তার আহ্বান জানিয়েছে রেডক্রস। সরকারি বাহিনী ওই এলাকার দিকে অগ্রসর হওয়ায় আতঙ্কে এলাকা ছেড়েছে ১২ হাজারের বেশি মানুষ।
ঘৌতায় আরো ২৬ হাজারের বেশি মানুষকে ত্রাণ দিয়েছে রেডক্রস। চলতি মাসে সরকারের সাথে সমঝোতার ধারাবাহিকতায় বৃহস্পতিবার দ্বিতীয় দফায় ত্রাণ পৌঁছালো ঘৌতার পূর্বাঞ্চলে। এবার স্থানীয় শহর দুমায় ২৫ ট্রাক ত্রাণ বিতরণ করেছেন জাতিসংঘ ও রেডক্রসের স্বেচ্ছাসেবকরা। ওই অঞ্চলে অবরুদ্ধ অন্তত ৩ লাখ ৯০ হাজার মানুষ মানবেতর জীবন পার করছে বলে জানিয়েছে সংস্থাটি।
আহ্বান জানিয়েছে, এই দুর্গতদের জন্য অবিলম্বে চিকিৎসা ও খাদ্য সহায়তার। ঘৌতার আরেক শহর হামৌরিয়ায় গেলো ক’দিনের সরকারি হামলায় এলাকা ছাড়ছেন আতঙ্কিতরা। যুক্তরাজ্যের সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটসের জরিপে সরকার ঘোষিত এলাকা ছাড়ার সুযোগ নিয়েছেন ঘৌতার পূর্বাঞ্চলের ১২ হাজারের বেশি মানুষ।