আজ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পায়নি বিএনপি। জননিরাপত্তা বিঘ্নিতের আশংকায় বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়া হয়নি বলে নিশ্চিত করেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান।
সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী জানান সকল নিয়ম-কানুন মেনেই তারা আবেদন করেছিলেন। শেষ করে এনেছিলেন সব প্রস্তুতিও। রবিবার সকালে দলের একটি প্রতিনিধি দল ঢাকা মহানগর পুলিশের সাথে দেখা করে সমাবেশের অনুমতির অগ্রগতি সম্পর্কে জানতে চান।
পুলিশের পক্ষ থেকে কোনো ইতিবাচক জবাব না পাওয়ায় ক্ষোভ জানান রিজভী। দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের এ ঘোষণা দেয় বিএনপি।