স্টুডেন্টস এসোসিয়েশন অফ বীরগঞ্জ, দিনাজপুর(এসএবিডি) এর ২০১৮ সালের কমিটি গঠণ

বিজ্ঞপ্তি : স্টুডেন্টস এসোসিয়েশন অফ বীরগঞ্জ, দিনাজপুর(এসএবিডি) এর ২০১৮ সালের কমিটির জন্য পাচজনকে মনোনীত করা হয়- সভাপতি হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্নাকোত্তর অধ্যয়নরত মনোবিজ্ঞান বিভাগের আল মামুন, সহ-সভাপতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ৩য় বর্ষের তাপস রায়, অর্থ সম্পাদক হিসেবে আমেরিকান ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের চতুর্থ বর্ষের মেহেদী হাসান সুজন এবং সাংগাঠনিক সম্পাদক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের ২য় বর্ষের স্বপন শর্মা। বিগত ১০ই নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সবুজ প্রাংগনে ৩ জন উপদেষ্টাসহ প্রায় ৫০ জন সদস্যের উপস্থিতিতে সংগঠনটির সিনিয়র উপদেষ্টা মধু মিলন ডেভেলপারসের ব্যবস্থাপনা পরিচালক জনাব রেজওয়ানুল হক রেজা এই কমিটি ঘোষণা করেন। কমিটি ঘোষণার পূর্বে ২০১৭ কমিটির সভাপতি তৌফিকুর রহমান রয়েল অনুভূতি ব্যক্ত করেন এবং ২০১৮ কমিটিকে সংগঠনেরএকটি ওয়েবসাইট খোলার সুপারিশ করেন। এছারাও বিগত কমিটির সহ-সভাপতি জুলফিকার রহমান এবং সাধারণ সম্পাদক রানা বিন মোস্তফা অনুভূতি ব্যক্ত করেন এবং সংগঠন রেজিস্ট্রেশন করার ব্যাপারে সুপারিশ করেন। বিগত কমিটির এক বছরের কার্যক্রমের মূল্যায়ন করেন সংগঠনটির উপদেষ্টা শাহাদাত হোসেন, ব্যবস্থাপনা পরিচালক, স্টিলটেক ইঞ্জিনিয়ার্স লিমিটেড। এই কমিটি গঠন সভাটি সঞ্চালনা করেন সংগঠনের উদ্যোক্তা উপজেলা মৎস্য অফিসার মাহমুদুল হাসান। কমিটি গঠন সাব-কমিটি আগামী ৩০ নভেম্বরের মধ্যে পূর্ণাংগ ১৭ সদস্যের কমিটির লিস্ট তৈরি করে সুপারিশসহ কমিটি গঠন সাব-কমিটির নিকট প্রেরণের নির্দেশ দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *