নিউজ ডেস্ক: দিনাজপুর জেলার খানসামা উপজেলার পাবলিক লাইব্রেরীতে ১০ অক্টোবর প্রজনন স্বাস্থ্য বিষয়ক একটি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। স্বপ্নরাজ্য ফাউন্ডেশন উদ্যোগে এই অনুষ্টানে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নাজমুল হাসান রিয়াদ বলেন,প্রজনন স্বাস্থ্য বিষয়ে নারীর পাশে পুরুষের দাঁড়াতে হবে।
ক্যাম্পেইনে প্রায় ১৫ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করে প্রজনন স্বাস্থ্য নিয়ে তাদের বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করেন। উক্ত সভায় আলোচকদের আলোচনায় উঠে আসে যে,লজ্জা,ভয়-ভীতি ও অসচেতনতার অভাবে নারীদের প্রজনন স্বাস্থ্য ব্যাপক ঝুঁকিতে রয়েছে।এ ব্যাপারে আরোও প্রচারণা করে সচেতনতা বাড়াতে হবে।
স্বপ্নরাজ্যের আয়োজনে উক্ত সভায় প্রজনন স্বাস্থ্য বিষয়ক প্রোডাক্ট গুলোর দাম কমাতে কোম্পানির মালিকদের অনুরোধ জানান স্বেচ্ছাসেবকরা।যাতে প্রান্তিক পর্যায়ের নারীর প্রজনন স্বাস্থ্য সুরক্ষিত থাকে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকিযুদ্ধ৭১-এর সভাপতি মোস্তাওফিক আহমেদ শামিম।পরে বাংলাদেশকে একটি সুস্বাস্থ্য সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় নিয়ে ক্যাম্পেইনটি শেষ হয়।