হাবিপ্রবি তে এমবিএ ইভিনিং প্রোগ্রামের অরিয়েন্টেশন অনুষ্ঠিত

Share

রিপোর্টার- জাকির হোসাইন:

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের তত্ত্বাবধায়নে পরিচালিত এমবিএ ইভিনিং প্রোগ্রামের ১১ তম ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-১এ ওরিয়েন্টেশন কর্মসূচী অনুষ্ঠিত হয়। হাবিপ্রবি বিজনেস স্টাডিজ অনুষদের ডীন এবং এমবিএ ইভিনিং কোর্সের চিফ কো-অর্ডিনেটর প্রফেসর ড. শেখ মোস্তাক আহম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হাওলাদার।রিজেন্ট বোর্ড সদস্য প্রফেসর ড. ফাহিমা খানম, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড.মো: জাহাঙ্গীর কবীর। একাউন্টিং বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মো: মামুনার রশীদ, মার্কেটিং বিভাগের প্রধান ড. জামাল উদ্দিন, একাউন্টিং বিভাগের সহযোগী অধ্যাপক ও এমবিএ ১১ এর ব্যাচ কো – অর্ডিনেটর মো: সাইফুল ইসলাম এবং ,ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রনি কুমার দত্ত ।বাংলাদেশ ছাত্রলীগ হাবিপ্রবি শাখার পক্ষ হতে বক্তব্য রাখেন মমিনুল হক রাব্বী।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন, ইভিনিং এমবিএ পেশাগত ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী একটি কোর্স। তিনি আরও বলেন বিজনেস স্টাডিজ অনুষদ যাতে যথাসময়ে কোর্সটি সম্পন্ন করতে পারে তার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। এবং শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস করার ওপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষক, কর্মকর্তা, সান্ধ্যকালীন এমবিএ ১১ তম ব্যাচের শিক্ষার্থীগণ হাবিপ্রবি’র শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাইন উদ্দিন রাসেল। উল্লেখ্য, উক্ত কোর্সের ক্লাস শুরু হবে আগামীকাল ১৩ই অক্টোবর রোজ শনিবার হতে।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট আয়োজন

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচির আয়োজন করেছে হুয়াওয়ে।...

হাবিপ্রবিতে অমর একুশে বইমেলা এবং আবৃত্তি ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক হাজী মোহাম্মদ দানেশবিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শুরু হয়েছে প্রথম...

‘হুয়াওয়ে সিডস ফর দ্য ফিউচার ২০২৫ বাংলাদেশ’: ক্যাম্পাস রোডশো শুরু

নিজস্ব প্রতিবেদক হুয়াওয়ের ফ্ল্যাগশিপ প্রতিযোগিতা ‘সিডস ফর দ্য ফিউচার বাংলাদেশ’-এর ১২তম আসরের...

দিনাজপুর শহরে সমাজসেবা কার্যালয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের শিক্ষার্থী ও অন্যান্য সুবিধাভোগী তরুণ-তরুণীদের নিয়ে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।