নিজস্ব প্রতিবেদক
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টির কান্তজীউ মন্দির পরিদর্শন উপলক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় দিনাজপুরের ঐতিহ্যবাহী মন্দির কান্তজীউ মন্দির প্রাঙ্গনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টির কান্তজীউ মন্দির পরিদর্শন উপলক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সত্যজিৎ কুমার কুন্ডু-এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট ঠাকুরগাঁও জেলা সভাপতি মনোরঞ্জন সিং, কাহারোল উপজেলা বিএনপি সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, দিনাজপুর রাজ দেবতা স্টেট এজেন্ট রনজিত কুমার সিংহ , হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট দিনাজপুর জেলা শাখার আহবায়ক উত্তম কুমার রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট দিনাজপুর জেলা শাখার সদস্য সচিব থিয়োটনিয়াস হাসদা সুইটস প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট দিনাজপুর জেলার সহকারী প্রকল্প পরিচালক শাহ্ মোঃ মশিউর রহমান।