ঠাকুরগাঁও প্রতিনিধি : দীর্ঘ এক যুগের সফল পথচলার পর ১৩ বছরে পা রাখল জনপ্রিয় ফেসবুক পেইজ ঠাকুরগাঁও বার্তা। প্রতিষ্ঠার পর থেকে জেলার মানুষের সুখ-দুঃখ, সমস্যা-সম্ভাবনা এবং উন্নয়নের চিত্র তুলে ধরার লক্ষ্যেই কাজ করে যাচ্ছে এই সংবাদমাধ্যম।
বর্ষপূর্তির এই আনন্দ কেবল নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে, ছিন্নমূল মানুষের সঙ্গে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঠাকুরগাঁও বার্তা পরিবার। এ উপলক্ষে শহরের বিভিন্ন প্রান্তে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
এডমিন সারমিন আক্তার বলেন,
“আমরা জানি না, কতটা সফলভাবে ঠাকুরগাঁওয়ের মানুষের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরতে পেরেছি। তবে আপনাদের ভালোবাসা আর সমর্থন ছাড়া এ পথচলা সম্ভব হতো না। বর্ষপূর্তির আনন্দ ছিন্নমূল মানুষের সঙ্গে ভাগ করে নেওয়ার মাধ্যমে সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতার দিকটিও তুলে ধরতে চেয়েছি।”
এডমিন নবীন হাসান বলেন,
“১২ বছর আগে আমরা যে স্বপ্ন নিয়ে পথচলা শুরু করেছিলাম, আজ তা ১৩ বছরে পৌঁছেছে। এই দীর্ঘ যাত্রায় অনেক চ্যালেঞ্জ এসেছে, কিন্তু মানুষের ভালোবাসা ও আস্থাই আমাদের এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতেও ঠাকুরগাঁওয়ের গণমানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করে যেতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”
রিকশাচালক আব্দুল করিম বলেন,
“আমাদের মতো গরিব মানুষের কথা কেউ শোনে না। কিন্তু ঠাকুরগাঁও বার্তা অনেকবার আমাদের সমস্যার খবর করেছে। আজকে ওরা আমাদের খাবার দিল, আল্লাহ ওদের ভালো করুক।”
শিক্ষার্থী নুসরাত জাহান বলেন,
“ঠাকুরগাঁও বার্তার সংবাদগুলো আমরা নিয়মিত দেখি। তারা সত্য তুলে ধরে, যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাদের ১৩ বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানাই।”
দোকান মালিক মো. আলী বলেন,
“আমাদের এলাকার নানা সমস্যা তারা তুলে ধরে, যেটা অন্য কেউ করে না। তাই আমরা ঠাকুরগাঁও বার্তাকে ভালোবাসি।”
১৩ বছরে পদার্পণ করা ঠাকুরগাঁও বার্তা ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে, জনগণের স্বার্থে কাজ করবে—এমনটাই প্রত্যাশা সকলের।
নবীন হাসান
ঠাকুরগাঁও।