আশিক মুন্না | বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ছিলো বাঙালীর মুক্তির সনদ। ব্রিটিশ ও পাকিস্তানী শোষণে নিষ্পেষিত ২০০ বছরের পরাধীন বাঙালিকে স্বাধীনতার রক্তিম সূর্যের স্বপ্ন দেখিয়েছিলো এই ভাষণ। এই ভাষণটি ছিল বিশ্বের সর্বশ্রেষ্ঠ ভাষণগুলোর একটি। অার ঐতিহাসিক দলিল (ওয়ার্ল্ডস ডক্যুমেন্টরি হেরিটেজ) হিসেবে ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি পেলো ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষনটি।
গত ৩০ অক্টোবর (সোমবার) প্যারিসে ইউনেস্কোর হেডকোয়ার্টারে এ ঘোষণা দেন মহাপরিচালক ইরিনা বোকোভা। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষন ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রমান্য ঐতিহ্য (ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজ) হিসেবে স্বীকৃতি দেওয়ায় খানসামা উপজেলায়,খানসামা শাখা ছাত্রলীগের আয়োজনে আনন্দ র্যালী ও অালোচনা সভা অনুষ্ঠিত হয় আজ সোমবার সকাল ১১ টায়।
উক্ত মিছিলে খানসামা উপজেলার ছাত্র নেতা সৈকত সাহা নেতৃত্বে দেয়।মিছিলে শত শত মুজিব প্রেমী ছাত্ররা অংশ নেয়। মিছিলটি কলেজ থেকে বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষীন করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মিছিল শেষে শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন খানসামা উপজেলা অাওয়ামীলীগের অাহবায়ক কমিটির সদস্য,খানসামা উপজেলা অাওয়ামীলীগের সাধারন সম্পাদক,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও অন্যান্য সদস্যবৃন্দ। উক্ত সভায় বঙ্গবন্ধুকে সর্বোচ্চ শ্রদ্ধা নিবেদন করা হয়।এছাড়াও সেখানে বঙ্গবন্ধুর স্মরণে অনেক সম্মানীয় ব্যক্তিবর্গ অনেক কথা বলেন।