নাজমুল হাসান সাগর | এখনো চলছে বীরগঞ্জ উপজেলার কাশিমনগর গ্রামের কাচারি পাড়ায় ওয়াবদা সংলগ্ন নদী রক্ষা বাঁধের ইট খুলে ওয়াবদা ক্যানেলের সংস্কার কাজ।
পর পর বেশ কিছু পত্রিকায় খবর প্রকাশের পরেও পাঁচ নাম্বার ব্লকের সংস্কার কাজ বন্ধ না হওয়ায়, এ নিয়ে স্থানীয় মানুষ ও বাঁধ সংশ্লিষ্ট এলাকাবাসি হতাশা ও ক্ষোভ প্রকাশ করছেন সংবাদ কর্মীদের কাছে।
এই ব্যাপারে জানতে যোগাযোগ করা হয় স্থানীয় পানি উন্নয়ন বোর্ড সমিতির সেক্রেটারি ও ইউপি সদস্য আব্দুস সালাম এর সাথে। তিনি বলেন, মোট দেড় লাখ টাকার টেন্ডারে কাজ হচ্ছে এটি। স্থানীয় ব্যাক্তি মাহবুর সাব-কন্টাকে কাজটি করছেন। কাজ হাতে পাওয়ার আগে,পরে ও শুরু করার সময় মাহবুর আমাদের কিছু জানায় নাই। আমিও শুনেছি নদী রক্ষা বাঁধের ইট খুলে নাকি পাঁচ নাম্বার ব্লকের সংস্কার কাজ হচ্ছে। এটা খুব বিবেক বর্জিত ও গর্হিত কাজ বলে মন্তব্য করেন এই ইউপি সদস্য ও পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় সমতির সেক্রেটারি।
বীরগঞ্জ নিউজ২৪.কম এর পক্ষ্য থেকে স্থানীয় ঐ উপ-ঠিকাদার মাহাবুরের সাথে যোগাযোগ করা হলে তিনি টেন্ডারের বিষয়টি অস্বীকার করে বলেন, এই কাজের জন্যে কোন টেন্ডার হয় নাই। বেশ কিছু যায়গায় কাজ হচ্ছিলো সেখান থেকে হাজার ত্রিশেক টাকা ম্যানেজ করে কাজ হচ্ছে এখানে। নদী রক্ষা বাঁধের ইট খোলার কথা জিজ্ঞেস করলে তিনি আরোও বলেন, অল্প কিছু ইট নেওয়া হয়েছিলো সেখান থেকে। কিন্তু কেনো নদী রক্ষা বাঁধের ইট খুলে সংস্কার কাজ করা হচ্ছে এ ব্যাপারে জানতে চাইলে, বেশি কিছু জানাতে আগ্রহী ছিলেন না তিনি।
স্থানীয় ব্যাক্তি বর্গের সাথে কথা বলে আরোও জানা যায়, এই ঘটনার প্রেক্ষিতে উপজেলা নির্বাহি কর্মকর্তা বরাবর অভিযোগও করা হয়েছে। তবে এই অভিযোগের ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায় নাই।