মোঃ আশিক মুন্না | দিনাজপুরের খানসামা উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামে মিষ্টি কুমড়া চাষ করে সাফল্য পেয়েছেন মোঃ আশরাফুল মন্ডল। আর এ কুমড়া সারা বছরব্যাপী আবাদ হওয়ায় লাভবান হচ্ছেন স্থানীয় কৃষকেরা।
খানসামার কৃষক আশরাফুল মন্ডল বছরজুড়ে চাষ করেন ব্যাংকক ১ জাতের মিষ্টি কুমড়া। প্রতি বিঘায় ১০-১৫ হাজার টাকা খরচ হলেও লাভ থাকে প্রায় ৩৫ থেকে ৪০ হাজার টাকা। এই কুমরা দিনাজপুর থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশে সরবরাহ করা হয়।
মিষ্টি কুমড়া চাষে জাহাঙ্গীরপুর গ্রামের আশরাফুলের সাফল্য দেখে উক্ত জাতের কুমড়া চাষে আগ্রহী হয়েছেন আশপাশের গ্রামের অনেক কৃষক।
তার সাথে কথা বললে তিনি জানান,গত বছরে আড়াই বিঘা জমিতে ব্যাংকক ১ জাতের মিষ্টি কুমড়া চাষ করে ভালো লাভবান হওয়ায় এ বছর চার বিঘা জমিতে এ মিষ্টি কুমড়া চাষ করেছেন । তিনি আরো জানান, একই জমিতে তিনটি ফসল চাষ করারর পাশাপাশি মিষ্টি কুমড়া চাষ করতে পারেন কৃষকেরা।