আটাত্তর হজযাত্রীকে না নিয়েই ঢাকা ছেড়ে চলে গেছে সৌদি এয়ারলাইন্সের দুটি ফ্লাইট

আটাত্তর হজযাত্রীকে না নিয়েই ঢাকা ছেড়ে চলে গেছে সৌদি এয়ারলাইন্সের দুটি ফ্লাইট। এর জন্য সৌদি এয়ারলাইন্স ও দুই এজেন্সির গাফিলতির অভিযোগ উঠেছে। ওই যাত্রীদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেয়া হয় সকাল সাড়ে আটটার দিকে।

তাদের সন্ধ্যা সোয়া ছয়টা ও সোয়া সাতটার ফ্লাইটে নেয়া হবে বলে জানানো হয়েছিল। কিন্তু তাদের ফেলে রেখেই বিমান ঢাকা ত্যাগ করে। দিনভর বিমানবন্দরে অহনীয় ভোগান্তি পোহাতে হয় এই হজযাত্রীদের। গতকাল রাত সাড়ে দশটার দিকে তাদের হজক্যাম্পে নেয়া হয়।

সিভিল এভিয়েশন ও হযযাত্রীদের অভিযোগ, সৌদি এয়ার লাইন্সের একটি সিন্ডিকেট অবৈধ লেনদেনের মাধ্যমে এসব যাত্রীর পরিবর্তে অন্য যাত্রীদের পাঠিয়েছে। মির হজ গ্রুপ ও সিটি এয়ার ইন্টারন্যাশনাল নামের দুই এজেন্সির বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগও করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *