রোবটের আত্মহত্যা!

মানুষের আত্মহত্যার কথা জানা যায়। কিন্তু কোনো রোবট যে আত্মহত্যা করতে পারে, তা আগে কেউ ভাবতেই পারেনি। সম্প্রতি এমন ঘটনারই জন্ম দিল মার্কিন যুক্তরাষ্ট্রের এক রোবট।

‘নাইটস্কোপ কে-৫’ নামে রোবটটি হঠাৎ ভবন থেকে নিচের ঝর্ণার পানিতে লাফিয়ে পড়ে। আর এর কারণ হিসেবে অন্য কোনো বিষয় পাওয়া যায়নি। তাই ধরেই নেওয়া হচ্ছে রোবটটি নিজে থেকেই এ কাজ করেছে।

আত্মহত্যা করা রোবটটি ওয়াশিংটন ডিসির জিএমবিবি নামে একটি প্রতিষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে ছিল। আত্মহত্যার পর অনেকেই রোবটটির আত্মার শান্তি কামনা করেছেন। মানুষ মারা গেলে যেমনটি করা হয় তেমনভাবে রোবটটির ছবির সামনে ফুল ও স্মৃতিচারণমূলক লেখাও রেখে যাচ্ছেন অনেকে।

২০১৪ সালে বাজারে আসে নিজ থেকেই চলাচলে সক্ষম এ রোবটটি। এ মডেলের রোবটের ওজন ১৩৬ কেজি। ৫ ফুট লম্বা এই রোবটে রয়েছে ৪টি ক্যামেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *