নতুন অবরোধ বিল পাসের জেরে যুক্তরাষ্ট্রের সাতশো পঞ্চান্ন কূটনীতিককে রাশিয়া থেকে বহিস্কার করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র।রাজধানী মস্কোর দূতাবাসসহ একাটেরিনবুর্গ, ভ্লাডিভোস্টক ও সেন্ট পিটর্সবুর্গের কূটনৈতিক মিশনের এ কর্মকর্তা-কর্মচারীদের পয়লা সেপ্টেম্বরের মধ্যে রাশিয়া ছাড়তে বলা হয়েছে।
পৃথিবীর ইতিহাসে কূটনীতিক বহিস্কারের ঘটনা এটাই সবচেয়ে বড়। নির্দেশ কার্যকর হলে ওয়াশিংটনে রুশ ও মস্কোতে মার্কিন কূটনীতিকদের সংখ্যা সমান হয়ে চারশো ৫৫ জনে দাঁড়াবে। এক বিবৃতিতে পুতিন জানিয়েছেন, এমন সিদ্ধান্ত তিনি নিতে চাননি। সিরিয়ায় নিরাপদ অঞ্চল গঠন দু’দেশের সুসম্পর্কের অনন্য দৃষ্টান্ত বলেও জানিয়েছেন।
তবে, এ পদক্ষেপ অযাচিত ও দুঃখজনক বলে নিন্দা জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়। এর ক্ষতি যাচাই করে পাল্টা ব্যবস্থা নেয়ার কথা ভাবছে তারা। ২০১৪ সালে ক্রিমিয়া দখল ও ২০১৬ তে মার্কিন নির্বাচনে হস্ততক্ষেপের কারণে সম্প্রতি রাশিয়ার ওপর অবরোধ বিল পাশ করেছে মার্কিন কংগ্রেস।