টানা বৃষ্টি আর উজানের ঢলে দ্বিতীয় দফা বন্যার কবলে দেশের কয়েকটি অঞ্চল। এরইমধ্যে নতুন করে পানিবন্দি লক্ষাধিক মানুষ। পানি বাড়ছে যমুনা, বহ্মপুত্র, গঙ্গা, তিস্তাসহ বেশিরভাগ নদ-নদীতে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমারের পানি বেড়ে তলিয়ে গেছে শতাধিক গ্রাম।
লালমনিরহাটে তিস্তা ও ধরলার পানি বিপদ সীমার উপরে থাকায় নুতন নুতন এলাকা তলিয়ে গেছে। সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি বিপদ সীমার ১০ সেন্টিমিটার উপরে। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে তলিয়ে গেছে সুনামগঞ্জের নিম্নাঞ্চলও।
স্থগিত করা হয়েছে সাত উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা। খাগড়াছড়ির দীঘিনালায়ও করুণ পরিস্থিতি। বন্ধ হয়ে গেছে খাগড়াছড়ির সাথে সাজেক,বাঘাইছড়ি ও লংগদুর সড়ক যোগাযোগ। বন্যা দেখা দীয়েছে রাঙামাটি, শেরপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁয়েও।