বন্যা পরবর্তি অবস্থা দেখতে দিনাজপুর জেলার খানসামা থানা পরিদর্শনে এসেছেন দুর্যোগ ও ত্রানমন্ত্রী মোফাজ্জল হোসেন মায়া। শুক্রবার সকাল ৯ টায় মন্ত্রী হেলিকপ্টার যোগে খানসামায় আসেন এবং হেলিকপ্টারে করে খানসামার বন্যা দুর্গত স্থানসমুহ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে খানসামা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তার হেলিকপ্টার অবতরণ করে।
খানসামা সদরের আসে পাশে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পায়ে হেটে পরিদর্শন করে এবং বন্যা দুর্গত মানুষের সাথে কথা বলে তাদের খোজ খবর নেন মন্ত্রী। পরিদর্শন শেষে বন্যা কবলিত এলাকা এবং মানুষের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মন্ত্রী একশ টন চাল ও নগত ছয় লাখ টাকা বরাদ্দ করেন বন্যা দুর্গত মানুষের সাহায্যার্থে।
ছোট ছোট সভা শেষে মন্ত্রী পুর্ব নির্ধারিত সফরসুচী অনুযায়ী ঠাকুরগাঁ এর উদ্দেশ্যে রৌওনা করেন। সেখানে জেলা শিল্প কলা এ্যাকেডেমিতে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রান বিতরন করবেন মন্ত্রী।
#নাজমুল হাসান সাগর