https://www.facebook.com/BirganjNews24/videos/1841613309501396/
কোন রকম পুর্বাভাস ছাড়াই কয়েক দিনের ভারি বর্ষণ আর উজান থেকে নেমে আসা ঢলে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত সমগ্র পুর্বাঞ্চল।ধেয়ে আসা বন্যার স্রোত আঘাত হানে লোকালয় ও বসত বাড়িতে।আশ্রয়হীন হয়ে পরে মানুষ।
কোন আশ্রয় কেন্দ্র না থাকায় বন্যা কবলিত মানুষ-জন ঠাই নেয় উচু স্থান ও বিভিন্ন স্কুল-কলেজ আর মাদ্রাসাগুলোতে।
এবারের বন্যা দিনাজপুর জেলার বীরল,বীরগঞ্জ,খামসামা ও চিরিরবন্দর থানায় আঘাত হেনেছে তার সর্ব শক্তি নিয়ে। বন্যার স্রোতে তাসের ঘরের মতো ভেংগে পড়েছে উপজেলাগুলোর অধিকাংশ কোঠার বাড়ি ঘর।
বাড়ি ঘর হাড়িয়ে অনেকেই যায়গা পাইনি সাময়ীক ভাবে খোলা আশ্রয় কেন্দ্রগুলোতেও।রাস্তার ধার কিংবা খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন কয়েক লাখ মানুষ।
বন্যার আকৎসিক আঘাত হানার রাতের ভয়াবহ অভিজ্ঞতার কথা বলছিলেন বীরগঞ্জ উপজেলার নিজ পাড়া ইউনিয়নের গুন্ডার ঝাড়ের মোমিনুল ইসলাম ও সাজেদা বেগম।
ঘর বাড়ি হারিয়ে ভবিষৎ নিয়ে উদ্বিগ্ন ফরিদা পারভিন কথা বলেছিলেন আমাদের বীরগঞ্জ নিউজ ২৪. কমের সাথে।
বীরগঞ্জ উপজেলার নিজ পাড়া,শত গ্রাম,পলাশ বাড়ি ইউনিয়ন ও খানসামা এবং বীরল উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে প্রায় পাঁচ হাজার ঘর-বাড়ি ধংস হবার চিত্র ধরা পরেছে আমাদের ক্যামেরায়।
ছিলো না কোন পুর্ব প্রস্তুতি,হাতে নেই কোন জমানো টাকা ।এমন পরিস্থিতিতে কোথায় গিয়ে দাড়াবে এই বন্যা কবলিত মানুষগুলো কিই বা তাদের ভবিষৎ?
বন্যার কারনে এই দুর্যোগ পুর্ণ সময়ে রাষ্ট্রিয় সহযোগিতাই হতে পারে তাদের এক মাত্র মুক্তির পথ।
দিনাজপুরের চার উপজেলা ঘুরে নাজমুল হাসান সাগর।
বীরগঞ্জ নিউজ ২৪.কম, বাংলাদেশ।