বীরগঞ্জ নিউজ ডেস্ক:
বন্যার পর থেকে ভূরুংগামারী উপজেলার দুধকুমার নদীতে জাল ফেললেই ধরা পড়ছে প্রচন্ড ক্ষিপ্র গতির রাক্ষুসে পিরানহা মাছ।এই মাছটি সাধারণত রূপচাঁদা বলেই পরিচিত এই এলাকায়।পিরানহা মাছটির রয়েছে মানুষের মত চোয়াল ও ধারালো দাঁত। যা দিয়ে মানব শরীরকে খেয়ে ফেলতে পারে।
মাছটি হিংস্র প্রজাতির হওয়ায়,মৎস্য অধিদপ্তর এই মাছ খাওয়া, বাজারজাত, পরিবহণ ও চাষ করা সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করেছে। প্রায় সব সময় দুই কেজি ওজনের পিরানহা জেলেদের জালে ধরা পড়লেও মাঝে মাঝে পাঁচ থেকে সাত কেজি ওজনের মাছও ধরা পড়ছে।
মৎস কর্মকর্তা মাহমুদুল হাসান তার ফেইসবুক স্টাটাসে সংস্লিষ্ঠ এলাকাবাসিকে সতর্ক করে দিয়ে বলেন,’কুমার নদীতে গোসল করা, মাছ ধরার ক্ষেত্রে সাবধান থাকতে হবে, বিশেষত বাচ্চাদের ব্যাপারে সচেতন হতে হবে।
তথ্য সুত্র মৎস কর্মকর্তা
মাহমুদুল হাসান।