৩০টি পরিবারকে পুনর্বাসন সহযোগীতায় টিন ও অর্থ বিতরণ করেছে এস.এস.সি-৯৮ ব্যাচ

Share

রেজাউল সরকার রনি: সম্প্রতি বন্যায় ঘর-বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে এমন মানুষদের মাঝে টিন বিতরণ করেছে বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ‘৯৮’-এর এস.এস.সি ব্যাচ । সার্বিক সহযোগিতায় রয়েছে ঢাবি ইংরেজি বিভাগ (২০০১-২০০২) ।

আজ শুক্রবার বেলা ১২টার দিকে ঝাড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বন্যায় ক্ষতিগ্রস্থ ত্রিশটি পরিবারের মাঝে প্রত্যেককে  এক-বান টিন ও আনুষাঙ্গিক কাজের জন্য নগত পাঁচশত টাকা প্রদান করে এই স্বেচ্ছাসেবামুলক সংগঠনটি । বিতরণকালীন সার্বিক সহযোগিতা করেছে ঝাড়বাড়ী অতঃপর থিয়েটার এন্ড সংঘ ।

বন্যায় বাড়িঘর নষ্ট হয়েছে এমন পরিবারের মধ্যে থেকে খুব অল্প পরিসরে ৩ নং শতগ্রাম ইউ,পি’র বিভিন্ন এলাকার ৩০টি পরিবারকে পুনর্বাসন সহযোগীতার জন্যে টিন বিতরণ করা হয় । সরজমিনে গিয়ে দেখা যায়, বন্যার পানিতে ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে এমন ৩০টি পরিবারের ন্যুনতম একজন সদস্য সকালে উপস্থিত হয় ঝাড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ।

কথা হয় হাসি মুখে বাড়ি ফেরা নুসরানা আক্তার বেগমের (৫৬) সাথে। তিনি জানান, ‘এই সাহায্য পেয়ে তিনি অনেক খুশি । এই ত্রাণের ফলে বন্যায় যা ক্ষতি হয়েছে তার কিছুটা লাঘব হবে । তিনি আরো বলেন, এভাবে আরো কিছু সংগঠন থেকে সাহায্য পেলে তারা অনেক উপকৃত হবে।’

এরপর কথা হয়, ত্রাণের টিন  বিতরণে আসা পায়েল পাশারে সাথে । তিনি জানান, ‘বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষদের সাহায্য করার জন্য কিছু বন্ধু মিলে এই কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে । এমনকি ঢাকা বিশ্ববিদ্যালের ইংরেজি বিভাগ (২০০১-২০০২), জাহাঙ্গীরনগরের কিছু ছাত্র-ছাত্রী এবং সর্বস্তরের মানুষ তাদের এই ত্রানের ক্ষেতে সহযোগিতা করেছেন । তিনি আরো বলেন, এই কর্মসূচিতে তাদের ব্যাচের শাহিনুল ইসলাম পলাশ, মাসুদ পারভেজ, জান্নাতুন আদান, মেহেদী হাসান সজল, কামরুল হাসান, আশিকুর ও নাজির-সহ অনেকেই এখানে  উপস্থিত রয়েছেন। তবে কিছু বন্ধু কর্ম ব্যস্ততার কারণে উপস্থিত হতে পারেনি ।

বন্যা পরবর্তি সময়ে ঘড়-বাড়ি হারানো মানুষের সংখ্যা এখন পর্যন্ত উদ্বেগজনক। বিশেষ করে ঘর-বাড়ি যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের অর্থনৈতীক অবস্থা খুবই নাজুক। এই ধরনের সহযোগীতা তাদের ঘুরে দাড়ানোর জন্য সহায়ক ভুমিকা পালন করবে । কিন্তু আরোও বড় পরিসরে তাদের সহযোগীতা দরকার বলে মনে করছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

কাহারোলে মানবিক সংগঠন হাইয়্যা  আল ফালাহ এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

নিজেস্ব প্রতিবেদক শুক্রবার (১৪ মার্চ) ২০২৫ দিনাজপুরের কাহারোলে মানিবক সংগঠন হাইয়্যা আল...

বীরগঞ্জে জমিসংক্রান্ত বিরোধে উভয় সংঘর্ষে নিহত ১, আটক ৫

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরে বীরগঞ্জে জমিসংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষে আহত মো. মফিজুল ইসলাম...

বীরগঞ্জের নবাগত ইউএনও তানভীর আহমেদ শহীদ আল আমিনের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরে বীরগঞ্জে নবাগত ইউএনও তানভীর আহমেদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।