বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের জেলা পর্যায়ে ফাইনালে ঝাড়বাড়ী স.প্রা.বি.

মো. তোফাজ্জল হায়দার | দিনাজপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনালের টিকিট অর্জন করল বীরগঞ্জ উপজেলার গতবারের দিনাজপুর চ্যাম্পিয়ন ঝাড়বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়।

১৭ই অক্টোবর দিনাজপুর উপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তফি উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে দুপুর ১২ টার দিকে ২য় রাউন্ড অনুষ্ঠিত হয়, বীরগঞ্জ উপজেলা ঝাড়বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় বনাম নবাবগঞ্জ উপজেলা।

ঝাড়বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অন্যতম খেলোয়ার ময়নুলের একমাত্র গোলে মাধ্যমে নবাবগঞ্জ উপজেলাকে বিদায় জানিয়ে, সেমিফাইনালে অংশগ্রহন করার সুযোগ পায় ঝাড়বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়।

পরবর্তীতে সেমিফাইনাল অনুষ্ঠিত হয় বিকাল ৪ টার দিকে, ঝাড়বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় বীরগঞ্জ উপজেলার প্রতিপক্ষ ছিল ঘোড়াঘাট উপজেলা। ঘোড়াঘাট উপজেলা কে ০ – ২ গোলে হারিয়ে ফাইনালের টিকিট অর্জন করে নেন ঝাড়বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়। গোল দুইটি মিন্টু এবং রাহীমের পা থেকে আসে।

উল্লেখ্য যে, ফাইনালের টিকিট অর্জন করার কথা শুনে,আনন্দে ভাসতেছে পুরো ঝাড়বাড়ীসহ, বীরগঞ্জ উপজেলা।

ছবি: খালিদ সাঈদ সৈকত

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *