দিনাজপুরে জেলা পর্বের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

মো. তোফাজ্জল হায়দার | দিনাজপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ ই অক্টোবর দিনাজপুর উপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তফি উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল ৩ টার দিকে বঙ্গমাতা গোল্ডকাপ ও ৪ টার দিকে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুলিশ সুপার দিনাজপুর মোঃহামিদুল আলম, সভাপত্বি করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম তৌফিকুজ্জামান,এছাড়াও উপস্তিত ছিলেন, দিনাজপুর সদর উপজেলা শিক্ষা অফিসার ক খ মোঃ আলাওল হাদী।

বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট ফাইনাল খেলায় অংশগ্রহন করেন মাকড়াই সরকারী প্রাথমিক বিদ্যালয় বীরগঞ্জ উপজেলা বনাম খানসামা উপজেলা। খানসামা উপজেলাকে ০-২ গোলে হারিয়ে বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার অর্জন করেন মাকড়াই সরকারী প্রাথমিক বিদ্যালয় বীরগঞ্জ উপজেলা।

অপর দিকে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট ফাইনাল খেলায় অংশগ্রহন করেন, ঝাড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বীরগঞ্জ উপজেলা বনাম দিনাজপুর সদর । খেলার শেষ পর্যন্ত দুই দলেই গোল ০-০ ছিল, পরর্বতীতে ট্রাইব্রেকারে মাধ্যমে ঝাড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় বীরগঞ্জ উপজেলাকে ১-৩ গোলে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয় দিনাজপুর সদর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *