বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার ষড়যন্ত্র প্রতিহত করা হবে- মির্জা ফখরুল

বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার ষড়যন্ত্র প্রতিহত করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর মওদুদ আহমদ বলেছেন, আগামী নির্বাচন একদলীয় হতে দেয়া হবে না। আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রহসনের নির্বাচন করতেই সেনা মোতায়েন চায় না সরকার। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪১তম মৃত্যুবার্ষিকীতে টাঙ্গাইলের সন্তোষে নানা কর্মসুচি পালন করা হয়। ভাসানীর সমাধীতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী নির্বাচনে সবাই যাতে ভোট দিতে পারে সেটাই চায় বিএনপি।

এদিকে, জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, একদলীয় নির্বাচন করতেই সরকার নানা ষড়যন্ত্র করছে। প্রেসক্লাবে অপর এক অনুষ্ঠানে স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সেনাবাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা আছে বলেই নির্বাচনে মোতায়েন চেয়েছে বিএনপি।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা করেছে জাতীয়তাবাদী ছাত্র পরিষদ। এতে ছাত্রদল ও বিএনপির সিনিয়র নেতারা বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *