ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের প্রথম নামাজে জানাযা জুম্মার নামাজের পর লন্ডনের রিজেন্ট পার্ক মসজিদে অনুষ্ঠিত হবে । বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের একটি হাসপাতালে মৃত্যুবরন করেন তিনি ।
প্রায় চার মাস ধরে সেরিব্রাল ভাসকুলাইটিসে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েন আনিসুল হক । তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। শনিবার মরদেহ বাংলাদেশে আনার কথা রয়েছে। পরে আর্মি স্টেডিয়ামে জানাযার পর বনানী কবরস্থানে দাফন করা হবে ঢাকা উত্তরের মেয়র আনিসুল হককে ।
তার পারিবারিক সূত্রে জানা গেছে গত মঙ্গলবার শারীরিক অবস্থার অবনতি হলে দ্বিতীয় বারের মতো আইসিইউতে ভর্তি করা হয় আনিসুল হককে । এর আগে, কিছুটা শারীরিক অসুস্থতা নিয়ে গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডন গিয়েছিলেন আনিসুল হক। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।