রংপুর সিটি করপোরেশন নির্বাচন আগামী ২১ ডিসেম্বর। এই নির্বাচন নিয়ে বিএনপির প্রার্থীদের দাবি সেনা মোতায়েনের। কিন্তু বেশির ভাগ প্রার্থী মনে করেন, রংপুর সিটি নির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই। আর রংপুর সফররত প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, স্থানীয় সরকারের নির্বাচনে এখনো সেনা মোতায়েনের মতো অবস্থা হয়নি।
সিটি করপোরেশন নির্বাচন নিয়ে রংপুরে চলছে এখন সরগরম প্রচারণা। ভোটারদের মন জয়ের চেষ্টায় কেউ পিছিয়ে নেই। রংপুরে ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ জন ভোটারের জন্য ৪ স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। নিবার্চন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ব্যবস্থা সম্পুর্ন করেছে নির্বাচন কমিশন। আবার নির্বাচন নিয়ে প্রার্থীদের পাল্টা-পাল্টি অভিয়োগ দেখা যাচ্ছে।
আচরণবিধি না মানার অভিযোগে কারণ দর্শনোর অভিযোগে চিঠি দেয়া হয়েছে বিএনপির প্রার্থীকে। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারের মতবিনিময় সভায় বিভিন্ন দলীয় প্রার্থীরা অভিযোগ করে বলেন, সরকারী দলের প্রার্থী আচারণ বিধি মানছে না। আর নির্বাচন কমিশন জানান, অভিযোগ আসলে ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে, অবাধ সুষ্ঠু নির্বাচন চান রংপুর সিটির প্রাথী ও সাধারন ভোটাররা।