আজ শহীদ বুদ্ধিজীবি দিবস

আজ শহীদ বুদ্ধিজীবি দিবস। দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরে স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার সামরিক সচিব। সকাল সাতটার পর মিরপুর বুদ্ধিজীবি স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এরপর বীর মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবি ও তাদের পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীর পক্ষে শহীদ বুদ্ধিজীবিদের প্রতি শ্রদ্ধা জানান তাঁর সামরিক সচিব মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন। শ্রদ্ধা জানান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, চীফ হুইপসহ অন্যরা।

আওয়ামী লীগের পক্ষে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় তিনি জানান, বিদেশে পালিয়ে থাকা বুদ্ধিজীবি হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকরে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে সরকার। তিনি বলেন, আদালতে আপিল নিষ্পত্তি হলে আইনি প্রক্রিয়ায় জামাত নিষিদ্ধের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর মিরপুর স্মৃতিসৌধে ঢল নামে সাধারণ মানুষের। দিবসটি উপলক্ষে ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেও শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *