দুই মাসেরও বেশি সময় পর নারায়ণগঞ্জে সন্ধান মিলেছে সাংবাদিক উৎপল দাসের। উদ্ধারের পর টেলিফোনে যোগাযোগ করা হলে প্রথমে ঘুরতে গিয়েছিলেন দাবি করলেও পরে অপহৃত হওয়ার কথা জানান তিনি।
উৎপল জানান, গতকাল রাত সাড়ে এগারোটার দিকে চোখ বাঁধা অবস্থায় রূপগঞ্জের ভুলতা এলাকার শাহজালাল ফিলিং ষ্টেশনের সামনে তাকে মাইক্রোবাস থেকে নামিয়ে দেয় অপহরণকারীরা। সেখান থেকে পুলিশ তাকে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে আসে। থানায় উৎপল জানান, অপহরণের পর তাকে অজ্ঞাত একটি বাড়িতে আটকে টাকা দাবি করা হয়।
তবে কারা এবং কেন তাকে অপহরণ করেছিল তা জানাতে পারেননি উৎপল। রাতেই স্বজনদের সাথে নরসিংদীর গ্রামের বাড়িতে চলে যান তিনি। গত ১০ অক্টোবর কর্মস্থল পূর্বপশ্চিমবিডি ডট নিউজ এর অফিস থেকে ফেরার পর থেকে নিখোঁজ হন সাংবাদিক উৎপল দাস।