কঠোর নিরাপত্তার মধ্যে কাল বৃহস্পতিবার হবে রংপুর সিটি নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচন সুষ্ঠু করতে সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। ৪৪টি ভ্রাম্যমান আদালতের পাশাপাশি RAB-পুলিশ-বিজিবির সাড়ে পাঁচ হাজার সদস্য মোতায়েন থাকছে।
মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের চটকদার নির্বাচনী প্রতিশ্রুতিতে না ভুলে, যোগ্য প্রার্থীকে জয়ী করতে প্রস্তুত ভোটাররা। নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিতে তাই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ দেখতে চান তারা।
মেয়র পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু, বিএনপির প্রার্থী কাওছার জামান বাবলা এবং জাতীয় পার্টি মনোনীত মোস্তাফিজার রহমান মোস্তফাসহ মোট সাতজন। ৩৩টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২১১ জন এবং সংরক্ষিত ১১ টি ওয়ার্ডে ৬৫ জন নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মোট ভোটার সংখ্যা তিন লাখ ৯৩ হাজার ৯৯৪ জন। গতকাল মধ্যরাত থেকে নির্বাচনী প্রচারণা শেষ হওয়ায় ভোটের দিনের কৌশল নির্ধারণে ব্যস্ত প্রার্থী ও সমর্থকরা। রংপুর শহরে টহল বেড়েছে আইন -শৃংখলা বাহিনীর।