জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে পঞ্চম দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন হয়েছে। মামলার পরবর্তী শুনানি হবে ৩ ও ৪ জানুয়ারি।সকাল সাড়ে এগারোটার দিকে বিশেষ আদালতে পৌঁছান বেগম খালেদা জিয়া ।
শুরুতে তার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। এ সময় তিনি বলেন, এ মামলার কোন ভিত্তি নেই। রাজনৈতিক কারণেই করা হয়েছে মামলাটি । খন্দকার মাহবুব জানান, কুয়েত থেকে আসা অর্থ সরকারিভাবে আসেনি । অনুদান হিসেবে যে অর্থ দেয়া হয়েছিল তা ব্যক্তিগতভাবেই খালেদা জিয়াকে দেয়া হয়েছিল ।
সে সময় জিয়া অরফানেজের একাউন্টে দুই কোটি টাকার মত থাকলেও এখন এ টাকার পরিমান প্রায় ছয় কোটি । তাই অর্থ আত্মসাতের কোন ঘটনা ঘটেনি বলেও আদালতের সামনে যুক্তি তুলে ধরেন বেগম জিয়ার আইনজীবী । পরে যুক্তিতর্ক উপস্থাপন করেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলি।