সুগন্ধি ধানের বাম্পার ফলন হয়েছে ধানের জেলা হিসাবে পরিচিত দিনাজপুরে

ধানের জেলা হিসাবে পরিচিত দিনাজপুরে এবার বাম্পার ফলন হয়েছে সুগন্ধি ধানের। ধান কাটা-মাড়াইয়ে এখন পুরোদমে ব্যস্ত সময় পার করছেন চাষীরা। এসব সুগন্ধি ধানের মধ্যে রয়েছে ব্রি-৩৪ এবং বিভিন্ন জাতের কাটারিভোগ। সুগন্ধি এই ধানের চাহিদা এবং ভালো দাম পাওয়ায় লাভবান হচ্ছেন জেলার চাষীরা।

দিনাজপুরে সব উপজেলায় কম-বেশী ব্রি-৩৪সহ সুগন্ধি জাতের ধানের চাষ হলেও সদরসহ চিরিরবন্দর, পার্বতীপুর, বিরল, কাহারোল ও বীরগঞ্জ উপজেলায় এই ধানের চাষ বেশী। বন্যা পরবর্তী এবার আমনের মতই ব্রি-৩৪ ও কাটারি ধানের বাম্পার ফলন কয়েছে। এরইমধ্যে জেলায় পুরোদমে শুরু হয়ছে সুগন্ধি ধান কাটা ও মাড়াই এর কাজ।

এক বস্তা সুগন্ধি ধান বিক্রি করে দুই বস্তা আমন পাওয়া যাবে বলে জানান চাষীরা। প্রতি একরে কমপক্ষে ৩৬ থেকে ৪০ মন ধান ফলেছে। ব্রি-৩৪ ধানের বাজার কখনো কমেনা এবং এই ধান চাষ অন্য ধানের তুলনায় লাভজনক, জানিয়েছেন কৃষি কর্মকর্তা গোলাম মোস্তফা।

দিনাজপুর জেলার ৮৫ হাজার হেক্টরের বেশী জমিতে এবার চাষ হয়েছে এই সুগন্ধি ধানের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *