সোমবার শুরু হচ্ছে ২৩ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রস্তুতির শেষ মুহূর্তে মেলা প্রাঙ্গণে ব্যস্ত সংশ্লিষ্টরা। গতবারের চেয়ে বেশি বিক্রির প্রত্যাশা স্টল মালিকদের। সার্বিক নিরাপত্তা প্রস্তুতিতেও সন্তুষ্ট তারা।
স্বপ্নের পদ্মা সেতু। সেই সেতুর মূল স্প্যানের আদলেই সাজানো হয়েছে এবারের বাণিজ্য মেলার মূল গেইট। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের গর্ব নিয়ে মেলায় পা রাখবেন দর্শনার্থীরা।
সোমবার পর্দা উঠতে যাওয়া মাসব্যাপী বাণিজ্য মেলায় এবার স্টল ও প্যাভিলিয়ন থাকছে ৫৮৩টি। এর মধ্যে ৪৩টি প্রতিষ্ঠান বিদেশি। আগারগাঁয়ে মেলা প্রাঙ্গণ ঘিরে চলছে অন্তহীন ব্যস্ততা। স্টল ও প্যাভিলিয়নগুলোতে সৌন্দর্যবর্ধনের কাজের ধুম।
পণ্য বিক্রির পাশাপাশি মোটা অঙ্কের রপ্তানি আদেশ পাওয়ার আশাও বিক্রেতাদের। ক্রেতাদের আকৃষ্ট করতে মূল্যছাড়সহ থাকছে রকমারি যতো অফার। ব্যস্ত সময় পার করছেন নির্মাণ শ্রমিকরাও। তবে, আগারগাঁও-মিরপুর সড়কে মেট্রোরেলের কাজ চলায় এবার মাসজুড়ে তীব্র যানজটের শঙ্কায় বাণিজ্যমেলা সংশ্লিষ্টরা।