টঙ্গীর তুরাগ তীরে ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে ৫৩তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য । এদিকে, ইজতেমার মাঠে লাখো মুসল্লির অংশগ্রহণে হয়েছে জুম্মার নামাজ ।
অর্ধশতাধিক দেশের কয়েক হাজার বিদেশি মেহমান ছাড়াও, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ১৬টি জেলার মুসুল্লি অংশ নিচ্ছেন ৫৩তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে। ফজরের নামাজের পর আম বয়ান করেন বাংলাদেশের মওলানা মনোয়ার ফারুক।
প্রথম পর্বে অংশ নেয়া কয়েক হাজার বিদেশি মেহমান, ইজতেমা ময়দানে এখনো অবস্থান করছেন। মুসল্লিরা বলছেন, ইমান, আমল, আখলাকের উপর জ্ঞান অর্জন ও আল্লাহর নৈকট্য লাভের জন্যই ইজতেমায় এসেছেন তারা।
ইজতেমা ময়দানে নিচ্ছিদ্র নিরাপত্তায় বলয় তৈরি করা হয়েছে। বিদেশি মেহমানদের নিরাপত্তা বিবেচনায় এবারই প্রথম পাঁচ ভাগে ভাগ করে রাখা হয়েছে তাদের। ইজতেমা সফল করতে জনপ্রতিনিধি ও স্থানীয়রা এক হয়ে কাজ করছেন। রোববার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবছরের বিশ্ব ইজতেমা।