হাসপাতালে চিকিৎসাধীন নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াত আইভির সাথে দেখা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর ল্যাবএইড কার্ডিয়াকে যান ওবায়দুল কাদের । এ সময় আইভীর স্বাস্থ্যের খোজখবর নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক । পরে ওবায়দুল কাদের বলেন, আইভি এখন ভালো আছেন। গতকাল তাঁর স্ট্রোক হয়েছিলো। মেয়র আইভির চিকিৎসায় পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।
এর আগে, পরীক্ষা নিরীক্ষায় সেলিনা হায়াত আইভির হৃদযন্ত্রে তেমন কোনো সমস্যা পাওয়া যায়নি জানিয়ে মেডিক্যাল বোর্ডের প্রধান হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বরেণ চক্রবর্তী জানান, ব্রেনের বা হার্টের রক্ত চলাচল ব্যাহত হবার কারণে যে কেউ আচমকা অজ্ঞান হতে পারে। সিসিইউ-তে ৪৮ ঘণ্টা মেয়রকে অবজারভেশনে রাখার কথাও জানান চিকিৎসক।