নাজমুল হাসান সাগর | বীরগঞ্জ উপজেলার কাশিমনগর গ্রামের কাচারি পাড়ায় ওয়াবদা সংলগ্ন নদী রক্ষা বাঁধের ইট খুলে সংস্কার করা হচ্ছে ওয়াবদা ক্যানেল।
সরেজমিনে গিয়ে দেখা যায়,পুরনো নদী রক্ষা বাঁধের ইট খুলে কাশিমনগর ওয়াবদা ক্যানেলের পাঁচ নম্বর ব্লকের সংস্কার কাজ চলছে। খোঁজ নিয়ে জানা যায়, ওয়াবদা ক্যানেলের সংস্কার কাজের জন্যে নতুন টেন্ডার আহবান করা হলে এই কাজ হাতে নেন ঠিকাদার রানা।কাজ হাতে পাওয়ার পরে কোন ধরনের নতুন ইট ক্রয় না করেই নদী রক্ষা বাঁধের ইট খুলে নাম মাত্র কাজ শুরু হয় তার অধীনে।
কেনো নতুন ইট ক্রয় না করে বাঁধের ইট দিয়ে কাজ করা হচ্ছে?জানার জন্যে ঠিকাদার রানার সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় এবং পরবর্তিতে আর কল ব্যাক না করায় তার মন্তব্য জানা যায় নাই।
এদিকে নদী রক্ষা বাঁধ নষ্ট করে ক্যানেল সংস্কার করায় ক্ষোভ ও আশংকা প্রকাশ করেছেন বাঁধ সংশ্লিষ্ট এলাকাবাসী। নাম না প্রকাশ করার শর্তে কাচারি পাড়ার এক তরুন জানান,গত বন্যায় নদী ভাঙ্গনের কবল থেকে আমাদের গ্রামকে রক্ষা করেছে এই বাঁধ। অথচ এই বাঁধের ইট খুলে অন্যায়ভাবে সংস্কার করা হচ্ছে ক্যানেল।
নদী রক্ষা বাঁধ নষ্ট হলে যেমন-তেমন বন্যাতেই বিলীন হয়ে যাবে বাঁধের কাছাকাছি অবস্থিত ছয়ের অধীক পরিবার।