১৬ মার্চ থেকে শুরু হবে স্যামসাং গ্যালাক্সি এস৯-এর বিক্রি। ইতিমধ্যেই ফ্লিপকার্টে ফোনটির প্রি-বুকিং শুরু হয়ে গিয়েছে। আসুন জেনে নেওয়া যাক এই ফোর জি স্মার্টফোনটির সম্পর্কে খুঁটিনাটি।
স্যামসাং গ্যালাক্সি এস৯-এ রয়েছে উচ্চমানের ৫.৮ ইঞ্চি এইচডিআর ডিসপ্লে। সঙ্গে রয়েছে ১১.২ গিগা হার্ৎজের শক্তিশালী অক্টাকোর প্রসেসর। এই ফোনে রয়েছে ৪ জিবি র্যাম আর ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ইন্টারনাল মেমোরি ৪০০ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।
গ্যালাক্সি এস৯-এ রয়েছে ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এলইডি ফ্ল্যাশের সঙ্গে এবং ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ফোনে রয়েছে অ্যানড্রয়েড ওরিও ৮.০ অপারেটিং সিস্টেম আর সঙ্গে রয়েছে ৩০০০ এমএএইচ-এর শক্তিশালী ব্যাটারি।
ডাস্ট প্রুফ ও ওয়াটার প্রুফ (১.৫ মিটার গভীরে সর্বোচ্চ ৩০ মিনিট পর্যন্ত) স্যামসাং গ্যালাক্সি এস৯ আগাম ২০০০ টাকা দিয়ে বুক করা যাবে। রয়েছে ফেস ডিটেকশন আনলক টেকনোলজি।
ভারতে ফোনটির দাম কত হবে তা এখনও জানা না গেলেও স্যামসাং ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে, প্রি বুক করেও পরে ফাইনাল পেমেন্ট না করলে প্রি বুকিং বাবদ ২০০০ টাকা ফিরিয়ে দেওয়া হবে।