আবু সাঈদ সরকার | “কবিতার প্রজ্জ্বলিত আলোক শিখায় দূর হোক দুর্বিনীত অন্ধকার” এই শ্লোগানকে সামনে রেখে ২১ মার্চ প্রগতি লেখক সংঘ, দিনাজপুর ও মাটির কাঁসা’র আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি, দিনাজপুর এর সহযোগিতায় বরাবরের ন্যায় এবারও এক ঝাঁক নবীন ও প্রবীণ কবি এবং কবিতা প্রেমিদের মিলনমেলায় অনুষ্ঠিত হয়ে গেলো বিশ্ব কবিতা দিবস।
বিকেল ৪ টা ৩০ মিনিটে জেলা শিল্পকলা একাডেমি হতে একটি আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শেষ হয়।
অতিথিদের বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় কবি কণ্ঠে কবিতা পাঠ কবিতা পাঠের এক পর্যায়ে অতিথিরা বিশ্ব কবিতা দিবস উপলক্ষ্যে প্রকাশিত ‘পঙক্তি’ ও ‘উচ্ছ্বাস’ এর মোরক উন্মোচন করেন। কবিতা পাঠ শেষে “মাটির কাঁসা”র শিল্পীরা তাঁদের সঙ্গীত পরিবেশনায় শ্রোতাদের সম্মোহিত করেন।