দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতি ষষ্ঠ দিনের মতো অব্যাহত। আউট সোর্সিং শ্রমিকদের স্থায়ী নিয়োগ, বকেয়া বেতন-ভাতা প্রদান ও প্রফিট বোনাসসহ ১৩ দফা দাবিতে গত ১৩মে থেকে লাগাতার কর্মবিরতি শুরু করে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা। মঙ্গলবার খনি গেটে খনির কর্মকর্তাদের সাথে শ্রমিকদের সংঘর্ষের পর পরিস্থিতির অবনতি ঘটেছে।
তারা খনির গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত রেখেছে। বন্ধ রয়েছে কয়লা উত্তোলন। খনি কর্মকর্তরা জানান, শ্রমিকদের লাগাতার কর্মবিরতি ও প্রধান গেটে অবস্থান নেয়ায় খনি এলাকায় অবরুদ্ধ আছেন বড়পুকুরিয়া কয়লা খনির প্রায় তিনশ’ কর্মকর্তা-কর্মচারী। খনি কর্তৃপক্ষ জানায়, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আলোচনার মাধ্যমে বিষয়টি সুরাহার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান কর্তৃপক্ষের।