নাজমুল হাসান সাগরঃ
চতুর্থ দিনের মতো সারা দেশে গত কাল রাতেও পরিচালিত হয়েছে মাদকবিরোধী অভিযান। গত মধ্য রাত থেকে শুরু করে ভোর পর্যন্ত চলা এই অভিযানে দিনাজপুরের রামসাগর ও বীরগঞ্জ উপজেলায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই মাদক বিক্রেতা নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি হলেন বীরগঞ্জ উপজেলার চিহ্নিত মাদক বিক্রেতা সাবদারুল ইসলাম (৪২)। শুক্রবার রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ১৩ দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক (সিও) মেজর তালুকদার নাজমুছ সাকিব বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
ভোরে বীরগঞ্জে বিপুল মাদক পাচারের খবর পেয়ে র্যাব অভিযান চালায়। এসময় র্যাবকে লক্ষ্য করে সাবদারুল গুলি ছুড়লে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি, এক রাউন্ড গুলির খোসা, প্রায় দুই কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় আহত হন দুই র্যাব সদস্য। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে। রামসাগরে বন্দুকযুদ্ধের ব্যাপারে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি