রাশিয়া নয় পুলিনের ভরসা স্পেনে!

আন্তর্জাতিক ডেস্কঃ

ফুটবল বিশ্বকাপের আসর বসাবে পুতিনের দেশ রাশিয়া। সাবেক কোচ-খেলোয়াড়রা ২০১৮ বিশ্বকাপে তাদের ফেবারিট দল বেছে নিচ্ছেন। ভক্তরা মেতেছেন ফুটবল উন্মাদনায়। রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কেন বাদ যাবেন। তিনিও তার ফেবারিট দল বেছে নিয়েছেন। তার মতে, রাশিয়ায় এবার স্পেনই ফেভারিট।

তাও পুতিন যেন তেনভাবে বলেননি। সামাজিক যোগাযোগ মাধ্যম মন্তব্য করেছেন এমনও না। গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে পুতিন স্পেনকে ফেবারিট ঘোষণা করেছেন। প্রশংসা করেছেন তাদের শক্তি-সামর্থ্য নিয়ে। লা রোজাদের ২০১০ সালে বিশ্বকাপ জয়ের কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি।

পুতিন জানান, আমরা চাই বিশ্বকাপের উদযাপন সারা বিশ্ব ছড়িয়ে পড়ুক। রাশিয়া তা অর্জন করতে পারবে বলেও মনে করেন তিনি। বিশ্বকাপ আয়োজন নিয়ে পুতিন বলেন, ‘আমরা বিশ্বের কাছে রাশিয়ার ভাবমূর্তি উজ্জ্বল করতে ফুটবল বিশ্বকাপের আয়োজন করছি না। ভবিষ্যৎ প্রজন্মের জন্য অবকাঠামো আধুনিক করছি।’

১৪ জুন বাঁজবে রাশিয়া বিশ্বকাপের বাঁশি। স্পেন বিশ্বকাপে গ্রুপ ‘বি’তে আছে। ১৫ জুন ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালের বিপক্ষে মাঠে প্রথম ম্যাচ খেলবে স্পেন। এরপর ২০ জুন ইরান ও ২৫ জুন মরক্কোর মুখোমুখি হবে দেশটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *