স্পোর্টস ডেস্কঃ
সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা জাতীয় নির্বাচনে অংশ নেবেন। মঙ্গলবার এমনটি নিশ্চিত করেছেন বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তবে প্রশ্ন হচ্ছে জাতীয় দলে খেলা অবস্থায় তারা নির্বাচনে অংশ নিতে পারবেন তো?
বেশ কিছু দিন ধরেই গুঞ্জন চলছে জাতীয় দলের টেস্ট এবং টি-টোয়েন্টির অধিনায়ক সাকিব এবং ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন।
মাশরাফি নিজেই বলেছেন, ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত তিনি খেলবেন। যদি তাই হয় তাহলে কীভাবে নির্বাচনে অংশ নেবেন। এ নিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, যদি তারা নির্বাচন করতে চায় তাহলে যে কোনো দল থেকেই করতে পারে।
সাকিব-মাশরাফিরা যদি নির্বাচন করেন তাহলে আওয়ামী লীগ কি তাদের মনোনয়ন দেবে।
এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি ও বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী বলেন, আমি মনোনয়ন দেয়ার কে?
সাকিব-মাশরাফিরা নির্বাচনে অংশ নেবেন। নিজের এমন মন্তব্যের ব্যাখ্যায় মন্ত্রী বলেন, মঙ্গলবার মাগুরার জন্য একটা প্রজেক্ট পাস হলো। সেখানে উপস্থিত সাংবাদিককের দুষ্টুমি করে বলেছি, মাগুরার লোকজনের তো মিষ্টি খাওয়ানো উচিত তখন তারা বলেছে, আগামী নির্বাচনে মাশরাফি নির্বাচন করবেন, তিনিই মিষ্টি খাওয়াবেন। তখন আমি বলেছি, সে যদি অংশ নেয় আপনাদের কাছে আমার অনুরোধ তাকে হেল্প করবেন। সে ভালো মানুষ।
ক্রীড়াঙ্গন থেকে এর আগেও নির্বাচন করেছেন অনেকে। জাতীয় দলের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় এবং জাতীয় ফুটবলের সাবেক তারকা খেলোয়াড় আরিফ খান জয় প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশ সরকারের।