চাটখিল প্রতিনিধি: মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী সারাদেশে সাঁড়াশি অভিযান পরিচালিত হলেও নোয়াখালী জেলার চাটখিলে এর ব্যতিক্রম। এখনও মাদকে সয়লাব হয়ে আছে। ব্যবসাও চলছে জমজমাট । মাদক ব্যবসায়ীরা স্ব-স্থানে বহাল থেকে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে। পাইকারী বিক্রি হচ্ছে ইয়াবা, গাঁজা, মদসহ মাদকের বিভিন্ন সামগ্রী।
[iframe src=”http://www.peoplesvoice24.com/নোয়াখালী-চাটখিলে-মাদকে/” width=”100%” height=”800″]