রেজাউল সরকার রনি:
বড় কিছু গড়তে সময় লাগে অনেক, আর ভাঙ্গতে সময়টা লাগে অল্প । একদিনে জনপ্রিয় হওয়াটা বড় কষ্টকর, অসম্ভবও বলা যায় । খুব অল্প সময়ে মানুষের কাছে পরিচিতি পাওয়া যায়, কিন্তু জনপ্রিয় হাওয়াটা মুখের কথা না ।
মাশরাফি বিন মুর্তাজা হাজারো বাঙ্গালীর এক ভালবাসার নাম আবার শ্বাসরুদ্ধকর নামও বটে । টেস্ট ক্রিকেট এবং টি টুয়েন্টি ক্রিকেট থেকে বিদায় নিলেও বাকি রয়েছে ওয়ান ডে ক্রিকেট । তবে এ বিদায়ও খুব তাড়াতাড়ি হতে পারে । ক্যাপ্টেন বাহাদুর এখন রাজনীতিতে যোগদান হতে চলেছেন ।
রাজনীতিতে ক্রিকেটারের সংখ্যা থাকলেও জনপ্রিয় ক্রিকেটারের সংখ্যা খুব একটা বেশি না । হঠাৎ মাশরাফি বিন মুর্তাজার সিদ্ধান্ত রাজনীতিতে আসা । কিন্তু সিদ্ধান্তটি কতটুকু যৌক্তিক?
রাজনীতিতে আসলে ছেড়ে দিতে হবে ক্রিকেট । কারণ ক্রিকেট না ছাড়লে রাজনীতিতে মনোযোগ ঠিকমত আসবেনা । রাজনীতিও পাকা কথা না।
ইমরান খানও ক্রিকেট অবসরের পর এসেছেন রাজনীতিতে,, খোয়াতে হয়েছে তাকে তার নাম, ডাক আর খ্যাতি। কিছু মানুষের সেটাই ভয়, ভালোবাসার মাশরাফি নামটার গল্প আর ইমারান খানের গল্প যেন এক হয়ে না যায়। অন্যদিকে রাজনীতিতে তার শুভাকাঙ্ক্ষীও কম নয়। তার মতো সফ্ট হিদয়ের মানুষ রাজনীতিতে এসে যদি ভাল কিছু হয়।।