“নারী”

Share
জলস্পর্শী তটিনী
 
নারী তুমি যাহেলিয়ার যুগে দলে দলে হয়েছিলে অত্যাচারিত,
ত্রেতাযুগে সীতা তুমি রাবণ তোমায় হরণ করেছে কতো,
কলিযুগেও তোমায় তারা করেছে যে শত লাঞ্ছিত।
প্রকাশে আর গোপনে,মসজিদ আর আইন সভার প্রাঙ্গনে,
বারে বারে হয়েছ ধর্ষিত।
 
আধুনিক যুগের নারীরা হায়!
এদের কথা বর্ননা করা যে ভীষণ দায়।
হোয়াইট হাউজে,ধর্মসভায়,টিএসসিতে রমনায়,
ক্ষত বিক্ষত নারীর দেহ,কাক শকুন আর শিয়ালে খায়।
তবুও বাংলা সাহিত্যে তুমি শক্তিদেবী,
দুর্গা তুমি,চন্ডী তুমি ,প্রীতিলতা,
তুমি তারমন বিবি।
 
তুমি যে প্রেরনার মূলমন্ত্র,
তোমার মুখের হাসি রক্ষার্থে লক্ষ কোটি
সন্তান তোমার ধরেছিলো শত শত অস্ত্র।
আজ কিসের ভয়ে লুকিয়ে তুমি,
ঘরের কোনে,গৃহের ভেতরে।
সব বাঁধা ভেঙে বেরিয়ে এসো রাজপথে,
দলে দলে অযুতে নিজুতে।
চুরমার করো ভেঙে ফেল চেঙ্গিস খানের থাবা,
আর চুপটি করে থেকোনা হয়ে হাবাগোবা।
 
তুমি ক্যান্টনমেন্টে মরে পরে থাকা নারী হয়ো না।
এদেশর আজ বিস্ময়কর সাফল্যর পিছনে
তোমারি রয়েছে মুল মন্ত্রনা।
তবুও নারীর প্রতি অবহেলা,অত্যাচার আর এত লাঞ্ছনা,
আরেক নারী হয়ে আমি যে আর সইতে পারছি না।
আজ নতজানু হয়ে নারীজাতির কাছে এটাই আবদার,
লড়াই করেই রক্ষা কর,নারী তোমার প্রাপ্য অধিকার।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট আয়োজন

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচির আয়োজন করেছে হুয়াওয়ে।...

হাবিপ্রবিতে অমর একুশে বইমেলা এবং আবৃত্তি ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক হাজী মোহাম্মদ দানেশবিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শুরু হয়েছে প্রথম...

‘হুয়াওয়ে সিডস ফর দ্য ফিউচার ২০২৫ বাংলাদেশ’: ক্যাম্পাস রোডশো শুরু

নিজস্ব প্রতিবেদক হুয়াওয়ের ফ্ল্যাগশিপ প্রতিযোগিতা ‘সিডস ফর দ্য ফিউচার বাংলাদেশ’-এর ১২তম আসরের...

দিনাজপুর শহরে সমাজসেবা কার্যালয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের শিক্ষার্থী ও অন্যান্য সুবিধাভোগী তরুণ-তরুণীদের নিয়ে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।